dhaka to Kurigram bus tickets price
dhaka to Kurigram bus tickets price

dhaka to kurigram bus ticket Price, এ কথাটি গুগলে অনেকেই সার্চ করছেন। আমি আজকের এই ছোট্ট আর্টিকেলের মধ্যে আপনাদেরকে ঢাকা টু কুড়িগ্রাম বাস ভাড়া সম্পর্কে এ টু জেড ধারণা দিয়ে দিব। তাই আপনাদেরকে অনুরোধ করছি পুরোটা সময় আমার সাথে থাকার জন্য। কারণ শুধুমাত্র যে কুড়িগ্রাম টু ঢাকা এর বাস ভাড়া সম্পর্কে জানতে পারবেন তা নয়।

আরও পড়ুন:-

আমি এখানে কুড়িগ্রাম টু ভুরুঙ্গামারী বাস ভাড়া, কুড়িগ্রাম টু চিলমারী বাস ভাড়া, ঢাকা টু কুড়িগ্রাম ট্রেন ভাড়া ও টিকিট সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আপনারা অনেকেই জানতে চান ঢাকা টু কুড়িগ্রাম ট্রেনের সময়সূচী। তাই আজকের এই আর্টিকেলে আমি এই বিষয় নিয়েও আলোচনা করব। যদি পুরোটা সময় আমার সাথে থাকেন তাহলে আমি মনে করি লাভ আপনারই হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের আটকে গেলে চলে যাওয়া যাক।

dhaka to Kurigram bus tickets price
dhaka to Kurigram bus tickets price

বাসে করে আমাদেরকে প্রায়ই সময় ঢাকা থেকে কুড়িগ্রামে যাওয়া লাগে। আবার অনেক সময় আমরা কুড়িগ্রাম থেকেও ঢাকা বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাই। কিন্তু অনেকেই আছি যারা Dhaka to Kurigram bus ticket price এ বিষয়ে ধারণা অনেকেই নেই। তাই গুগলে আমরা সার্চ করি। কিন্তু এই বিষয়ে তেমন কোন আর্টিকেল বাংলায় পাবলিশ করা নেই। শুধুমাত্র Shohoz.com আপনি গেলেও Dhaka to Kurigram bus ticket price এর পাশাপাশি প্রত্যেকটি বাসের ভাড়া সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন। পাশাপাশি সেখানে বাসের টিকিট ও কাটতে পারবেন। আপনি যদি সরাসরি ঢাকা টু কুড়িগ্রাম বাসের টিকিট কাটতে চান তাহলে এই লিংকের উপর ক্লিক করুন।

See also  বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় | গেম খেলে টাকা আয়

আপনি চাইলে Shohoz.com এর অফিসিয়াল website বাদেও অ্যাপস ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই টিকিট কেটে ঢাকা থেকে কুড়িগ্রাম আসতে পারবেন আবার যেতেও পারবেন। shohoz.com এর অফিসিয়াল মোবাইল অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে shohoz.com সার্চ করলেই অফিশিয়াল মোবাইল অ্যাপসটি চলে আসবে। ডাউনলোড করে নিন এবং সেখান থেকেও টিকিট কাটতে পারবেন ও বাসের সময়সূচী দেখতে পারবেন।

আরও পড়ুন:-

Dhaka to Kurigram Bus List

ঢাকা টু কুড়িগ্রাম অনেক বাস যাতায়াত করে। তবে তার মধ্যে কিছু লোকাল রয়েছে। আবার স্বনামধন্য কিছু ব্র্যান্ডের বাস রয়েছে। আমি সবগুলো বাসের নামই এখানে উল্লেখ করছি। আপনারা এর মধ্যে থেকে যেকোনো বাসে করে ঢাকা টু কুড়িগ্রাম অথবা কুড়িগ্রাম টু ঢাকা যাওয়া আসা করতে পারবেন অনায়াসে।

  • Ena Transport
  • Nabil Paribahan
  • SN Paribahan
  • Haque Special
  • Hanif Enterprise
  • Noor Special
  • Pinki Paribahan
  • Shemoli Paribahan
  • Fahmida Haque
  • Karnofully Paribahan

এই বাসগুলো ছাড়াও আরো অনেক বাস ঢাকা টু কুড়িগ্রাম রুটে চলাচল করে। তবে আমি যে নামগুলো উল্লেখ করেছি, সেই নামগুলোর বাস কুড়িগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু কুড়িগ্রাম রুটে প্রতিনিয়তই যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তাই নিশ্চিন্তে আপনি এই বাসগুলোতে চোড়ে ঢাকা টু কুড়িগ্রাম অথবা কুড়িগ্রাম টু ঢাকা যাতায়াত করতে পারেন।

dhaka to kurigram bus ticket price

ঢাকা টু কুড়িগ্রাম বাস ভাড়া কত? এই বিষয়ে জানার জন্য অনেকেই আগ্রহী। প্রত্যেকটি বাসের জন্য একই রকম ভাড়া হয় না। আর হলেও বাস কোম্পানিগুলো সেগুলো বাড়িয়ে রাখে। আর এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট বাস ব্যবসায়ীগুলো। তবে সচরাচর ঢাকা থেকে কুড়িগ্রাম এর বাস ভাড়া ১০০০ টাকার মধ্যে হয়। আমি ঢাকা টু কুড়িগ্রাম বাস ভাড়ার টেবিলে নিচে আলোচনা করছি।

See also  সাকুরা সিলিং ফ্যান দাম 2023 | সবচেয়ে কম দামে ভালো ফ্যান
বাসের নাম: রুট/Non AC  ভাড়া
Nabil Paribahan dhaka to Kurigram  950 টাকা
Ena Transport dhaka to Kurigram 850 টাকা
Hanif Enterprise dhaka to Kurigram  1000 টাকা
Shemoli Paribahan dhaka to Kurigram  950 টাকা

এই ভাড়ার কিছুটা কম বেশি হতে পারে। কারণ সব সময় বাস ভাড়া এক রকম থাকে না। তাই যদি বাসভরা কিছুটা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কাউন্টারে গিয়ে আলোচনার সাপেক্ষে ভাড়ার কমবেশি করে নিতে পারবেন।

dhaka to kurigram ac bus ticket Price

ঢাকা টু কুড়িগ্রাম রুটে এসি বাসের সংখ্যা খুবই কম রয়েছে। এর পাশাপাশি স্লিপার এর সংখ্যাও মাত্র একটি রয়েছে। তাও আবার এস.এম পরিবহনের নতুন সংযোজন স্লিপার বাস।

Dhaka to Kurigram bus ticket price নন এসি বাসের ভাড়া সাথে এসি বাসের ভাড়ার কিছুটা কমবেশি রয়েছে। সাধারণত এসি বাসের ভাড়া একটু বেশি হয়ে থাকে। আর কুড়িগ্রাম থেকে যে কয়টি এসি বাস চলে নিচে আমি সেই বাসের তালিকা দিচ্ছি।

Dhaka to Kurigram AC Bus List

  • Nabil Paribahan
  • Ena Transport
  • Hanif Enterprise
  • SN Paribahan
  • Shemoli Paribahan
Dhaka to Kurigram Bus ticket price
Dhaka to Kurigram Bus ticket price

ঢাকা থেকে কুড়িগ্রাম রুটে মাত্র এই কয়টি বাসেরই এসি সার্ভিস রয়েছে। শুধুমাত্র একটি বাস এস.এন পরিবহন এর রয়েছে একটি স্লিপার বাস। যা কুড়িগ্রামে প্রথম স্লিপার বাস হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছে। খুব সাম্প্রতিক সময়ে তারা এই বাসটি লঞ্চ করেছে। এই বাসের ভাড়া সম্পর্কেও আমি আজকের এই আর্টিকেলে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগেই জানিয়ে দিচ্ছি ঢাকা টু কুড়িগ্রাম এসির বাসের ভাড়া কত?

বাসের নাম রুট/AC  ভাড়া
Nabil Paribahan Dhaka to Kurigram 1400 টাকা
Ena Transport Dhaka to Kurigram 1100 টাকা
Hanif Enterprise Dhaka to Kurigram 1300 টাকা
Shemoli Paribahan Dhaka to Kurigram  1000 টাকা
See also  dhaka to rangpur bus ticket price
SN Paribahan Dhaka to Kurigram  1400 টাকা

উপরে দেওয়া ভাড়ার সাথে বাসের ভাড়া কিছুটা অমিল থাকতে পারে। এটা সম্পূর্ণ বাস কোয়ালিটির উপর নির্ভর করে বাসের ভাড়া নির্ধারণ করে বাস কোম্পানিগুলো। তবে সম্ভাব্য দাম এটি।

dhaka to ulipur bus ticket price

Dhaka to Kurigram bus ticket price আর  dhaka to ulipur bus ticket price কিছুটা একই। তবে সামান্য কিছুটা যেমন ৫০-১০০ টাকার কম বেশি হতে পারে। উলিপুর রুটে শুধুমাত্র নাবিল পরিবহন ছাড়া অন্য কোনো বাস সচারাচর যায় না। নাবিল পরিবহনে ঢাকা টু উলিপুরের ভাড়া ৮৫০ টাকা। কোন কোন সময় এই ভাড়া ৯৫০ টাকাও হয়ে যায়। তবে সাধারণত ঢাকা টু উলিপুরের ভাড়া ৮৫০ টাকাই।

dhaka to bhurungamari bus ticket price

ঢাকা টু ভুরুঙ্গামারী রুটের ভাড়া সাধারণত ৯০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের এই রুটে শুধুমাত্র এনা পরিবহন, নাবিল পরিবহন, এবং হানিফ পরিবহন ছাড়া অন্য কোন বাস কোম্পানি তেমন একটা যাতায়াত করে না। বর্তমানে ঢাকা টু কুড়িগ্রাম রুটের বাস ভাড়া নাবিল পরিবহনে non Ac 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 টাকা।

এছাড়াও এনা ট্রান্সপোর্ট এর নন এসি বাসের ভাড়া ৮৫০ থেকে ১০০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা।

শেষ কথা : dhaka to Kurigram bus ticket price

Dhaka to Kurigram bus ticket price, সম্পর্কে আশা করছি আপনাদের একটি ধারণা চলে এসেছে। অনেকের মনেই উত্তরাঞ্চলের বাস ভাড়া সম্পর্কে জানার ইচ্ছা ছিল। আজকের এই আর্টিকেলের মধ্যে আমি সেটি জানানোর চেষ্টা করেছি একদম সাবলীল ভাষায়। এরপরও যদি আপনাদের কোন রকম সমস্যা হয়ে থাকে তাহলে,

আপনারা Shohoz.com এগিয়ে খুব সহজেই নিত্যদিনের বাস ভাড়া সম্পর্কে জানতে পারবেন। আর এই পোস্টটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন কারণ এরকম informative আর্টিকেল আমরা প্রতিনিয়তই পাবলিশ করব।

আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ইনফরমেটিভ আর্টিকেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সাবধানে যাতায়াত করবেন। এ নিয়ে বিদায় নিচ্ছ, আল্লাহ হাফেজ ।