সেলফিন একাউন্ট খোলার নিয়ম, আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করি সবাই ভাল আছেন। সেলফিন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন না। আজকের এই ছোট্ট আর্টিকেলের মধ্যে আমি আপনাদেরকে ধাপে ধাপে শিখিয়ে দিব অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়।

মোবাইল দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু এ বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত নন। অনেকে আবার মনে করেন মোবাইল দিয়ে মনে হয় অ্যাকাউন্ট খোলা যায় কিনা। ঘরে বসেই মাত্র দুই মিনিটের মধ্যেই আপনি নিজের ফোন দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন।
আরও পড়ুন:-
সেলফিন একাউন্ট কি?
সেলফিন একাউন্ট খোলার আগে আপনাকে জানতে হবে সেলফিল একাউন্ট টা আসলে কি? সেলফিন হলো একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। এটা পরিচালিত হয় ইসলামি ব্যাংকের দ্বারা। অর্থাৎ সেলফিন হলো ইসলামি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার ব্যাংকের সমস্ত লেনদেন করতে পারবেন। এছাড়াও এই সেলফিন দিয়ে ব্যাংকের টাকা এড মানিও করতে পারবেন। মুল কথা পুরা বিকাশ সিস্টেম।
সেলফিন একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজ:-
সেলফিন একাউন্ট যেহেতু একটি ব্যাংক পরিসেবা তাই এর একাউন্ট খুলতে গেলেও প্রয়োজনীয় কিছু কাগজপত্র থাকতে হবে। যেমন;
- ব্যাক্তির বয়স ১৮ বছর হতে হবে
- ব্যাক্তির NID কার্ড লাগবে
- একজন নমিনি লাগবে
- নমিনির NID (কার্ড যদি থাকে) অথবা জন্ম নিবন্ধন কার্ড।
- একটি সচল মোবাইল নাম্বার লাগবে
- একটা স্মার্টফোন লাগবে
- সবশেষে সেলফিনের মোবাইল Apps টি মোবাইলে ডাউনলোড করতে হবে।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার পানির মতো সহজ একটি কাজ। আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ২ মিনিটের মধ্যেই সেলফিন একাউন্ট খুলতে পারবেন।
সেলফিন একাউন্ট খোলার আগে আপনাকে আরেকটা বিষয়ে একটু জানতে হবে। তা হলো সেলফিন একাউন্ট কয় ধরনের?
সেলফিন একাউন্ট মুলত ২ ধরনের। একটি হলো বিজসেন একাউন্ট আরেকটি হলো স্টুডেন্ট একাউন্ট। এখন এই দুই ধরনের একাউন্ট হওয়ার কারণ কি? অনেকের মনেই প্রশ্ন আসতে পারে!
এমন ২ ধরনের একাউন্ট হওয়ার মূল কারণ হচ্ছে, ইসলামি ব্যাংক আসলে রেগুলার একাউন্টের পাশাপাশি স্টুডেন্ট দের জন্যও সুবিধা প্রদান করেছে। সরকারী অনেক বৃত্তি উপবৃত্তি স্কুল থেকে স্টুডেন্টরা পেয়ে থাকে,তাই জন্য ইসলামি ব্যাংক স্টুডেন্টদের জন্যেও একটা শাখা চালু করে রেখেছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
বিজনেস একাউন্টের খরচ:-
সেলফিনে আপনি যদি বিজনেস বা রেগুলার একাউন্ট খুলেন তাহলে আপনার বাৎসরিক ৫০০ টাকার একটি চার্জ কেটে নিবে ব্যাংক কর্তিপক্ষ। আর এই টাকা কাটার কারণ আপনি যদি এটিএম কার্ড ব্যাবহার করে থাকেন তাহলে ওই কার্ডের চার্জ।
স্টুডেন্ট একাউন্টের খরচ:-
সেলফিন একাউন্ট এ আপনি যদি স্টুডেন্ট একাউন্ট খোলেন তাহলে কার্ড ব্যাবহারের জন্য আপনাকে বাৎসরিক ১৫০ টাকা থেকে ২৫০ টাকা দিতে হবে ব্যাংকে।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম ধাপে ধাপে:-
- সেলফিন একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এরপর গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে cellfin. লেখাটি লেখার সাথে সাথেই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটি চলে আসবে।
- লোগো দেখে ভালো করে চিনে নিবেন। তারপর সেলফিন অ্যাপটি ডাউনলোড করে নিবেন আপনার মোবাইলে।
- ডাউনলোড হয়ে গেলে এবার অ্যাপটির মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে।
- প্রবেশ করার পর প্রথমেই আপনাকে registration লেখাটির উপর চাপ দিতে হবে।
- এরপর আপনার সচল মোবাইল নাম্বারটি দিতে হবে।
- মোবাইল নাম্বারটি দেওয়ার কিছুক্ষণ পরেই আপনার মোবাইলে একটি OTP বা ভেরিফিকেশন কোড যাবে। কোডটি বসিয়ে দিতে হবে। তারপর পরবর্তী ধাপের উপর চাপ দিতে হবে।
- এবার আপনি আপনার NID আইডি কার্ডের সামনের ও পিছনের ছবি খুব ভালোভাবে স্পষ্ট করে তুলতে হবে। কোনরকম ঝাপসা থাকলে সেই ছবিটি সাবমিট নিবে না। তাই সতর্কতার সাথে ছবি তুলুন।
- এরপর আপনার নমিনির ডিটেলস চাইবে। নমিনির সমস্ত তথ্য প্রদান করুন।
- পরবর্তী ধাপে আপনার সেলফি চাইবে। খুব সুন্দরভাবে এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার সেলফিটি তুলতে হবে। কোন প্রকার স্টাইলিশ ছবি এলাও হবে না। এবং চোখে কোন সানগ্লাস অথবা কাপড় দিয়ে রাখলে হবে না।
সবকিছু ঠিকঠাক থাকলে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আপনার সেলফিন অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। তবে অনেক সময় ব্যাংকের প্রক্রিয়াধীন ব্যবস্থা চালু থাকার কারণে ৪৮ ঘণ্টা সময় লাগতেও পারে। এতে করে ঘাবড়ানোর কিছু নেই।
আশা করছি আপনারা কিভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় বুঝে গেছেন।
সেলফিন ব্যবহারের সুবিধা:-
সেলফিন অ্যাপ ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে সুবিধা গুলো ভোগ করতে পেরেছি সেগুলোই নিচে আলোচনা করছি।
- খুব দ্রুত টাকা আদান প্রদান করা যায়।
- ব্যাংক থেকে খুব সহজে টাকা মোবাইলে নেওয়া যায়।
- খুব সহজেই সেলফিন দিয়েই সমস্ত প্রকার ইউটিলিটি বিল দেওয়া যায়।
- মোবাইল রিচার্জ করা যায়।
- বিকাশ, নগদ,রকেট ইত্যাদির মধ্যে খুব সহজেই কোন প্রকার চার্জ ছাড়াই টাকা ট্রানজেকশন করা যায়।
- সেলফিনের অধীনে থাকা যতগুলো তালিকাভুক্ত শপিংমল রয়েছে, সেইসব শপিংমলে বিশেষ মূল্য ছাড়ে শপিং করা যায়।
- সেলফিন ব্যবহারকারীদের মধ্যে খুব সহজেই টাকা লেনদেন করা যায়।
উপরের সুবিধাগুলো আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি। আশা করছি আপনারা সেলফিন ব্যবহারের সুবিধা গুলো জেনে গেছেন।
সেলফিন একাউন্ট ডিলিট
সেলফিন অ্যাকাউন্ট ডিলিট করার কোন সুযোগ নেই। তবে আপনি চাইলে সব সময়ের জন্য আপনার কাঙ্খিত অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে রাখতে পারবেন। মূলত ইসলামী ব্যাংক এর একটি শাখা হচ্ছে সেলফিন। যেহেতু সেলফিনের মধ্যে অনেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে,তাই সেলফিন অ্যাকাউন্ট ডিলিট করার কোন অপশন রাখেনি ব্যাংক কর্তৃপক্ষ। আশা করছি বুঝতে পেরেছেন।
সেলফিন নাম্বার পরিবর্তন
অনেক সময় আমাদের সেলফিন নাম্বার পরিবর্তন করতে হয়। আপনি খুব সহজে আপনার মোবাইলের থাকা সেলফিন নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। তবে নিজে থেকেই নাম্বার পরিবর্তন করার কোন অপশন নেই। এজন্য আপনাকে সেলফিন কাস্টমার কেয়ারে কল দিতে হবে। সেলফিনের কাস্টমার কেয়ারের নাম্বারটি হল ১৬২৫৯। এই নাম্বারটিতে কল দিয়ে আপনি খুব সহজেই আপনার সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সেলফিনের নাম্বার পরিবর্তন করতে হয়।
সেলফিন হেল্পলাইন
সেলফিন ২৪ ঘন্টা কল সেন্টার অন থাকে। আপনি চাইলে আপনার সমস্যা হেল্প লাইনের মাধ্যমে সমাধান করতে পারেন। সেলফিন হেল্পলাইন নাম্বারটি হল ১৬২৫৯ এবং তাদের হেল্প লাইনের ইমেইল ঠিকানাটি হল support.portal@islamibankbd.চম
আপনার যে কোন সমস্যা সমাধানে তারা সব সময় সদা তৎপর থাকবে।
শেষ কথা:-
সেলফিন একাউন্ট খোলার নিয়ম, সম্পর্কে আশা করছি আপনারা একটি ভাল রকমের আইডিয়া জেনারেট করতে পেরেছেন। আমি যত সহজ উপায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা সেরকম সহজ উপায়ে কোথাও আপনি বুঝতে পারবেন না।
আমি চেষ্টা করেছি আপনি কে যেন খুব সহজেই সেলফি নেট একাউন্ট কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসেই খোলা যায় সেই ব্যাপারে একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি আশাবাদী যে আপনি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন।
আপনি যদি আমার এই আর্টিকেলটি করে এতোটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন! তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে ফলো দিয়ে রাখুন। এবং নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। কারণ এরকমই নিত্যনতুন ইনফরমেটিভ আর্টিকেল আমাদের ওয়েব সাইটে দেখতে পারবেন প্রতিনিয়তই।
সবশেষে আপনাদের যদি কোন মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন আর্টিকেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।