বি এস আর এম রডের আজকের দাম, আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা আশা করি সবাই খুবই ভাল আছেন। আমাদের দৈনন্দিন অনেক কাজেই রডের প্রয়োজন হয়। যেমন বাসা বাড়ি বানাতে গেলে এই রড বেশি ব্যবহৃত হয়।
কিন্তু আমরা অনেকেই এই রোড কিনতে চাই! দাম জানা না থাকায় অনেক সময় আমাদেরকে দোকানে গিয়ে ঠকতে হয। তাই আজকের এই আর্টিকেলে আমি বাংলাদেশে যতগুলো রড কোম্পানি রয়েছে সব রোড কোম্পানি সম্পর্কে ও তাদের রডের দাম সম্পর্কে আলোচনা করতে চলেছি।

আপনি যদি বি এস আর এম রডের দাম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। শুধুমাত্র বি এস আর এম রডের দাম সম্পর্কে আলোচনা করা হবে না জি পি এইচ ইস্পাত এবং কে এস আর এম রোডের দাম সম্পর্কেও আলোচনা করা হবে।
তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলে সরাসরি প্রবেশ করা যাক।
বি এস আর এম রড হল বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় রড কোম্পানির ব্র্যান্ড। সাধারণত বি এস আর এম রড দ্বারা বিভিন্ন ধরনের নির্মাণ প্রকল্প যেমন সেতু, বাড়ি,বিভিন্ন ধরনের স্থাপনা , ইত্যাদি নির্মাণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিএসআরএম রডের আজকের দাম সম্পর্কে নিচে আলোচনা করা হচ্ছে।
আরও পড়ুন:-
- বড়দের হরলিক্স এর দাম কত?
- আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম
- তিব্বত পমেড এর দাম
- ব্লিংক সিলিং ফ্যান দাম
- ফ্রি ডিসের দাম কত
- গিরিবাজ কবুতরের দাম
বিএসআরএম রডের আজকের দাম?
২০২৩ সালে বি এস আর এম রডের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে ২০২২ সালে প্রতি কেজি রডের দাম ছিল ৯৫ টাকা। সেখানে এখন অক্টোবর মাসে দাম হয়ে দাঁড়িয়েছে প্রতি কেজি বিএসআরএম রডের দাম ১০২ টাকা। সামনে এই দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
১০ কেজি বিএসআরএম রডের দাম ১০২০ টাকা এবং ৫০ কেজি বি এস আর এম রডের দাম ৫১০০ টাকা। আর ১০০ কেজি বিএসআরএম রডের দাম বর্তমানে ১০২০০ টাকা।
এই দামগুলো বর্তমান খুচরা বাজারে বেশিরভাগ বিক্রি হয়ে আসছে। তবে জেলা ও শহর বিবেচনায় এই দামের কিছুটা পার্থক্য হতে পারে। এছাড়াও রডের দাম প্রতিনিয়তই পরিবর্তনশীল। তাই সব সময় আমার দেওয়া এই দাম নাও থাকতে পারে। আমি সাম্প্রতিক সময়ে রডের দাম সম্পর্কে আলোচনা করেছি।
Aks রডের আজকের দাম 2023
একেএস রডের দাম বর্তমানে 1 টন প্রায় ৯৪ হাজার টাকা। যা গত বছরেও ছিল মাত্র ৯৩ হাজার টাকা প্রতি টন। এই সাম্প্রতিক সময়ে দাম বেড়ে যাওয়ায় অনেকেই হেনস্থের শিকার হচ্ছেন। আর এই দাম বাড়ার মূল কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমদানি না হওয়া। একেএস রোড বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি রড শিল্প। একেএস রডের মাধ্যমে বড় বড় স্থাপনা যেমন ব্রিজ, কালভার্ট, সেতু ইত্যাদি। নির্মাণ করা হয়।বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থার প্রতিদান রেখে আসছে Aks রড শিল্প।
Ksrm রডের আজকের দাম
কে এস আর এম রড বর্তমানে বাংলাদেশে প্রতি কেজি বিক্রি হচ্ছে 91 টাকা করে। এছাড়া লোকাল বাজারে কে এস আর এম রড ১০ কেজি ও ৫০ কেজির দাম যথাক্রমে ৯৭৫ ও ৪৮৭৫ টাকা এবং এক টনের দাম ৯৫ হাজার ৫০০ টাকা। যা গত বছরেও ছিল ৯৪ হাজার টাকা করে। দামের এই ঊর্ধ্বগতি হওয়ার মূল কারণ হচ্ছে, সঠিকভাবে আমদানি করতে না পারা।
কে এস আর এম রড হল বাংলাদেশের জনপ্রিয় একটি রড শিল্প। এই রোডের স্থায়িত্ব ও ঘনত্ব অনেক ভালো হওয়ায় এই রড অনেক মজবুত ও টেকসই হয়ে থাকে। তাই প্রত্যেকটি মানুষের পছন্দের তালিকায় সর্বপ্রথমে থাকে কে এস আর এম রড।
GPH রডের আজকের দাম ২০২৩
বর্তমানে জি পি এইচ রডের দাম অনেক বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা করে। এই রডের অনেক প্রকারভেদ হয়ে থাকে। যেমন রয়েছে ১০ মি.মি. ১২ মি.মি. ১৬ মি.মি. ২০ মি.মি. ও ২৫ মি.মি.। এর মধ্যে ১০ মিলিমিটারের যে রডগুলো রয়েছে সেগুলোর দাম ৯০ টাকা কেজি। এবং ১২ মিলিমিটারের যেগুলো রয়েছে সেগুলোর দাম ৯৫ টাকা করে কেজি। ১৬ মিলিমিটারের রোডগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা। ২০ মিলিমিটার ও ২৫ মিলিমিটারের জিপিএইচ রড বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ ও ১১০ টাকা করে।
জি পি এইচ রড হল বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য একটি ইস্পাত শিল্প। যার মাধ্যমে শুধু লোকাল নির্মানাধীন কাজ নয় সরকারি প্রকল্প ও মেগা প্রজেক্টগুলো এই রডের মাধ্যমে সম্পন্ন করা হয়। জি পি এইচ রডগুলো অনেক মজবুত ও টেকসই। সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জায়গা করে নিতে পেরেছে । এই জিপিএইচ ইস্পাত।
আজ রডের দাম কত?
১০ কেজি বিএসআরএম রডের দাম ১০২০ টাকা এবং ৫০ কেজি বি এস আর এম রডের দাম ৫১০০ টাকা। আর ১০০ কেজি বিএসআরএম রডের দাম বর্তমানে ১০২০০ টাকা।
একেএস রডের দাম বর্তমানে 1 টন প্রায় ৯৪ হাজার টাকা। যা গত বছরেও ছিল মাত্র ৯৩ হাজার টাকা প্রতি টন এছাড়া লোকাল বাজারে কে এস আর এম রড ১০ কেজি ও ৫০ কেজির দাম যথাক্রমে ৯৭৫ ও ৪৮৭৫ টাকা এবং এক টনের দাম ৯৫ হাজার ৫০০ টাকা। ২৫ মিলিমিটারের জিপিএইচ রড বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ ও ১১০ টাকা করে।
ভারতে রডের দাম
ভারতীয় রডের দাম অনেক বেশি। ভারতে প্রতি টন রডের দাম ৬২০০০ টাকা থেকে শুরু করে ৬৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং প্রতি কেজি রড ভারতে বিক্রি হচ্ছে ৬২০ টাকা থেকে শুরু করে ৬৩০ টাকা পর্যন্ত। ভারতীয় বিভিন্ন কোম্পানি রয়েছে যেই কোম্পানিগুলো ভারতে বেশি প্রচলিত। তার মধ্যে বাংলাদেশিও কিছু ইস্পাত বা রড রয়েছে। যেগুলো বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রচলিত রয়েছে।
১ কেজি রডের দাম কত?
প্রতি কেজি বিএসআরএম রডের দাম ১০২ টাকা। কে এস আর এম রড বর্তমানে বাংলাদেশে প্রতি কেজি বিক্রি হচ্ছে 91 টাকা করে। GPH রড প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা করে। এই দাম সামনে আরো বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।
মুনতাহা রডের দাম কত?
- ৪০০ ওয়াট রডের দাম: ১টন ৯৭,০০০ টাকা, ১০২ টাকা/কেজি
- ৫০০ ওয়াট রডের দাম: ১টন ১০৪,০০০ টাকা, ১১০ টাকা/কেজি
- ৬০০ ওয়াট রডের দাম: ১টন ১০৭,০০০ টাকা, ১১৩ টাকা/কেজি
মুনতাহা রড বাংলাদেশের তত বেশি প্রচলিত না হলেও এই রোডের মান অনেক ভালো হওয়ায় ক্রেতারা এখন বর্তমানে এই রোড বেশি হারে কিনতেছে। কারণ এই রোডে আছি নির্দিষ্ট পরিমাণে ঘনত্ব ও টেকসইতা। এবং দীর্ঘমেয়াদি একটি গ্যারান্টি প্রদান করে থাকে এই কোম্পানিটি। তাই সবাই এখন আর্থার সাথে এই রড কিনতেছে।
শেষ কথা:- বি এস আর এম রডের আজকের দাম
বিএসআরএম রডের আজকের দাম, সম্পর্কে আশা করছি আপনারা একটি বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। আমি শুধু বিএসআরএম রোড এর সম্পর্কেই আপনাদেরকে অবগত করিনি, আমি এর পাশাপাশি এ কে এস রড,কে এস আর এম রড, gph রড ইত্যাদি ইস্পাত শিল্পের সমস্ত কোম্পানির রডের দাম সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি আপনারা দামগুলো সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন।
তবে বলে রাখছি যে, আমার এই দাম সব সময় এক নাও থাকতে পারে। কারণ দ্রব্যমূল্যের দাম বাজারে কখনোই স্থিতিশীল থাকে না। এই দাম পরিবর্তনশীল। তাই যদি আমার দামের সাথে অমিল হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আজকের এই আর্টিকেলটি পরে যদি আপনার উপকার হয়ে থাকে! তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন। কারণ এরকম নিত্যনতুন বাজারের দাম সম্পর্কে আলোচনা করা হয় আমাদের ওয়েবসাইটে। দেখা হবে নতুন কোন আর্টিকেলে সে পর্যন্ত সবাই ভাল থাকুন।