বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার নিয়ম
বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার নিয়ম

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩, অনেকেই google এ সার্চ করেন কিভাবে করতে হয়? আজকের এই ছোট্ট পোস্টটির মাধ্যমে আমি আপনাদেরকে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। টেলিটক সিম হল বাংলাদেশের সরকারি একটি সিম। এই সিমেরই একটি নতুন শাখা বা প্যাকেজ বলতে পারেন এই বর্ণমালা। এই প্যাকেজটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বানানো হয়েছে।

আরও পড়ুন:-

আর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদের কম রেটে ইন্টারনেট সুবিধা ও কলরেট কম করে দেওয়ার জন্য। এতে করে অনেক শিক্ষার্থী অল্প খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারছে। এবং কথা বলতে পারছে আত্মীয়-স্বজনদের সাথে। মাসিক খরচ কমে আসছে। তাই শিক্ষার্থীদের দুশ্চিন্তাও কমে আসছে।

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩,কিভাবে করতে হয় জেনে নিন
বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩,কিভাবে করতে হয় জেনে নিন

টেলিটক যখন থেকে যাত্রা শুরু করেছে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত দিন দিন অনেক উন্নতি করছে। যদিও একটি সরকারি সিম হওয়ায় এর সার্ভিস সাধারণ জনগণের কাছে প্রত্যাশিত নয় বা সাধারণ জনগণ যেটা প্রত্যাশা করে সেই রকম আশা পূরণ করতে পারে না। এরকম ধারণাকে ভুল প্রমাণ করে টেলিটক এবার বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ নিয়ে এসেছে। এই প্যাকেজটির মধ্যে শুধুমাত্র স্টুডেন্টরা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং সমস্ত সুবিধা ভোগ করতে পারবে।

সেই সুবিধা গুলোর মধ্যে রয়েছে কম কলরেট, কম খরচে ইন্টারনেট সুবিধা। পাশাপাশি ইন্টারনেটের কোন মেয়াদ থাকবে না। আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। আরো অনেক রকমের সুবিধা বর্ণমালা প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। যদি বর্ণমালা সিম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে, এই নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ 

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ করা একদম সহজ। কিভাবে আপনি বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করবেন? সে সম্পর্কে এখন বিস্তারিত জানাচ্ছি। বর্ণমালা টেলিটকের একটি প্যাকেজ যা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। খুব সহজে আপনি কি করে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করবেন তা এখন ধাপে ধাপে বলে দিচ্ছি।

See also  dhaka to rangpur bus ticket price

বর্ণমালা সিম রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র:-

  • সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে আপনার এসএসসির এডমিট কার্ড।
  • এডমিট কার্ডে দেওয়ার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে।
  • সবশেষে এনআইডি কার্ড প্রয়োজন হবে [যদি থাকে]
  • এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন কার্ড লাগবে।

টেলিটক সিম অনলাইনে আবেদন

ধাপ-১

সর্বপ্রথম আপনি বর্ণমালা টেলিটক এর http://bornomala.teletalk.com.bd/home.php অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন।

ধাপ-

এরপর এই ওপরের ছবির মত আপনার মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনে চলে আসবে। এখানে আপনার প্রয়োজনীয় যত তথ্য প্রয়োজন সেগুলো আমি ধাপে ধাপে আলোচনা করছি।

ধাপ-৩

পরবর্তী ধাপে আপনাকে অনলাইন এপ্লিকেশন এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে আবেদন করার জন্য একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার তথ্যগুলো বসিয়ে সাবমিট ক্লিক করলেই বর্ণমালা সিম রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে যাবে।

ধাপ-

বর্ণমালা প্যাকেজের রেজিস্ট্রেশন করার জন্য এটা হল ইন্টারফেস এই ইন্টারফেস এ আপনাকে সর্বপ্রথমেই বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ করতে গেলে যার নামে সিমটি কিনবেন তার নাম বসিয়ে দিতে হবে এরপর আপনার এসএসসি কত সালে দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবং পাশের বছর কত সেটিও সিলেক্ট করবেন পাশাপাশি তার নিচে এসএসসি রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর বসিয়ে দিতে হবে

এবং আপনি কোন কাস্টমার কেয়ার থেকে সিমটি রেজিস্ট্রেশন করছেন সেইটি আপনি সিলেক্ট করে দেবেন এখানে বর্ণমালা সিমের যতগুলো কাস্টমার কেয়ার রয়েছে সবগুলোর নাম দেওয়া রয়েছে আপনি যেই কাস্টমার কেয়ারের আন্ডারে রয়েছেন বা কাছাকাছি রয়েছে সেটি সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং আবারও কনফার্ম করার জন্য মোবাইল নাম্বারটি দিবেন।

যে নাম্বারটি আপনি দিবেন সেটি অন্য কোন অপারেটরের হলেও কোন সমস্যা নেই। শুধু আপনার ইনফরমেশন ও নাম্বার ভেরিফাই করার জন্য উক্ত মোবাইলে একটি কোড যাবে যা শুধুমাত্র ভেরিফাই করার জন্যই ব্যবহৃত হবে। এরপর আপনি চাইলে আপনার একটি ইমেইল এড্রেস দিতে পারেন। তারপরে লেখা দেখতে পারবেন Validation Code* এখানে যে কোড দেওয়া থাকবে সেই কোডটি ফাঁকা ঘরে বসিয়ে দিতে হবে এরপর the avove information is correct and i would like to go to the next step এর উপর টিক চিহ্ন √ দিয়ে নেক্সট বাটনে প্রেস করতে হবে।

See also  Effective Strategies for New Real Estate Professionals

ধাপ-

এরপর আপনার সামনে এপ্লিকেশন রিভিউ এই অপশনটি চলে আসবে। এখানে আপনার সমস্ত ডিটেইলস দেওয়া থাকবে। আপনি আপনার সব তথ্য সঠিক হলে আই ডিক্লিয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইড ইন দিস ফর্ম আর কারেক্ট। এর উপর টিক মার্ক বসিয়ে দিয়ে সাবমিট দা অ্যাপ্লিকেশন এর উপর প্রেস করলেই। আপনার মোবাইলে একটি otp চলে যাবে। সেই ওটিপিটি আপনি উক্ত জায়গায় বসিয়ে দিবেন। তাহলে আপনার বর্ণমালা সিম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি কাস্টমার কেয়ারে গিয়ে সমস্ত এভিডেন্স তাদেরকে দেখালেই আপনাকে আপনার কাঙ্খিত সিম আপনাকে দিয়ে দিবে। এর জন্য আপনাকে ২০০ টাকার মতো চার্জ দিতে হবে।

টেলিটক বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন দাম সুবিধা অফার ২০২৩

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ এর বড় সুবিধা হল টেলিটক বর্ণমালা সিমের কিছু সুযোগ সুবিধা বেশি করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যে কোন মোবাইলেই সবচেয়ে কম কলরেটে এবং সবচাইতে বেশি অফার এর এমবি পাবেন এবং সেই এমবির কোন মেয়াদ থাকবে না। যতদিন ইচ্ছা চালাতে পারবেন। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই এই ব্যবস্থাটি চালু করেছে টেলিটক সিম।

SMS এর মাধ্যমে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন

এসএমএস এর মাধ্যমে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করাও যায়। এসএমএস এর মাধ্যমে আপনি যদি বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ করতে যান! তাহলে কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেগুলো আমি নিচে আলোচনা করছি;

  • প্রথমে আপনার মোবাইলে অর্থাৎ সিমে ২০ থেকে ৩০ টাকা লোড করে নিন
  • এরপর আপনার মেসেজ অপশনে গিয়ে আপনাকে কিছু স্ট্রাকচার ফলো করতে হবে সেগুলো হলো প্রথমেই আপনাকে বি ও আর ইংলিশে লিখতে হবে BOR,
  • এরপর পিস দিতে হবে, এসএসসি বোর্ডের নাম লিখতে হবে।
  • তবে বোর্ডের নাম সম্পূর্ণ নয় প্রথম তিনটি ওয়ার্ড লিখতে হবে যেমন ধরুন যদি দিনাজপুর বোর্ড হয় তাহলে DIN লিখতে হবে।
  • আর যদি ঢাকা বোড হয় তাহলে DHA লিখতে হবে। একটা স্পেস দিতে হবে এবং এসএসসি রোল স্পেস দিয়ে কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটি লিখতে হবে এবং আরেকটি স্পেস দিয়ে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।
  • এরপরে আরেকটি স্পেস দিতে হবে দিয়ে আপনাকে যেকোনো মোবাইল যেটি আপনার কাছে রয়েছে এবং সম্পূর্ণ চালু রয়েছে।
  • তারপর একটা স্পেস দিবেন পাঠিয়ে দিতে হবে ১৬২২২ এই নাম্বারে।
See also  ক্রিপ্টো কারেন্সি ইন বাংলাদেশ | ক্রিপ্টোকারেন্সি ব্যবসা কি হালাল

উদাহরনঃ BOR DIN 752426 2018 1452364 0155XXXXXXX

টেলিটক বর্ণমালা সিমের দাম কত ২০২৩

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩ করতে গেলে কোন টাকা লাগে না। কিন্তু যখন সিম টি কিনতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ১০০ থেকে ১৫০ টাকা দিয়ে সেই সিমটি কিনতে হবে। অর্থাৎ আপনি বলতে পারেন টেলিটক বর্ণমালা সিমের দাম ১৫০ টাকা। আশা করছি আপনারা টেলিটক সিমের দাম সম্পর্কে জেনে গেছেন।

লেখকের শেষ কথা:-

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৩,কিভাবে করতে হয় আশা করছি আপনার একটি ধারণা পেয়ে গেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে আমি উপরে একটি ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে বলা আছে, কিভাবে আপনি বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে বিস্তারিত।

বর্ণমালা সিম সবচেয়ে ভালো শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য অন্য কেউ এই সিম ব্যবহার করার উপযোগী নয়। সরকার শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিম ব্যবস্থা চালু করেছে। তাই অন্য কেউ চাইলে এই সিম কিনতেও ব্যবহার করতে পারবেনা। আশা করছি আপনাদের পোস্ট বা আর্টিকেলটি উপকারে এসেছে। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে ছোট্ট করে একটি মন্তব্য করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে।