পার্সিয়ান বিড়ালের দাম কত | বিড়ালের মার্কেট
পার্সিয়ান বিড়ালের দাম কত | বিড়ালের মার্কেট

পার্সিয়ান বিড়ালের দাম কত, গুগলে অনেকেই সার্চ করছেন। এর পাশাপাশি বিড়ালের মার্কেট কোথায় বসে? এটা অনেকেই জানেন না। আজকের এই আর্টিকেলের মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। বিড়ালের দাম কত? এ বিষয় বিড়ালের খাবার এর দাম কত? বিড়ালের জাত সম্পর্কে আলোচনা করা হবে। এর পাশাপাশি বিড়ালের পরিচর্যা এবং বিড়ালের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন। বিদেশি কুকুরের দাম কত 

পার্সিয়ান বিড়ালের দাম কত | বিড়ালের মার্কেট
পার্সিয়ান বিড়ালের দাম কত | বিড়ালের মার্কেট

বিড়াল হচ্ছে একটি শখের প্রাণী। বিড়াল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। বিদেশে যেমন বিড়াল পালনের একটা প্রথা রয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। অনেকেই বিদেশী বিড়ালের দাম কত? এর পাশাপাশি বিভিন্ন জাতের বিড়ালের দাম কতপার্শিয়ান বিড়ালের দাম কত? জানতে চান এবং google এ সার্চ করেন।

আরও পড়ুন:-

কিন্তু সঠিক কোন তথ্য না পাওয়ায় আপনারা অনেকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আজকের এই আর্টিকেলটি পড়লে, আশা করছি আপনারা বিড়ালের দাম কত? এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলে প্রবেশ করা যাক।

পার্সিয়ান বিড়ালের দাম কত

পার্সিয়ান বিড়াল গুলো বর্তমানে বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বিড়ালের দাম মূলত নির্ধারিত হয়। বিড়ালের জাতের উপর এছাড়াও বিড়ালের বয়স ও গায়ের রং ইত্যাদির উপর বিড়ালের দাম নির্ভর করে। পার্সিয়ান বিড়ালগুলো অনেক আদুরে এবং প্রভুভক্তি করে থাকে। ভালো করে ট্রেনিং দিলে এই বিড়াল গুলো লালন পালন করে অনেক মজা পাওয়া যায়। ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

পার্সিয়ান বিড়াল গুলোর দাম বর্তমানে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে। এই বিড়ালের দামের তারতম্য ঘটবে অবশ্যই বিড়ালের বয়স ও গায়ের রঙের উপর ভিত্তি করে।

See also  গিরিবাজ কবুতরের দাম,কবুতরের দাম ২০২৩

পার্সিয়ান বিড়ালের বৈশিষ্ট্য

  • পার্শিয়ান বিড়াল গুলো নম্র ভদ্র ও খুবই বুদ্ধিমান
  • এটা খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শুনে এবং তা অনুসরণ করে
  • অনেক সহজে প্রশিক্ষণ দেওয়া যায়
  • রাজকীয় চেহারার অধিকারী
  • চরিত্রের দিক থেকে পার্শিয়ান বিড়াল গুলো হালকা-পাতলা
  • এই বিড়ালের গায়ের পশম অনেক বেশি এবং মোটা তাজা
  • চোখের রঙ ভয়ংকর
  • কানগুলো খুব বেশি বড় নয়
  • এদের লালন পালন করা অনেক সহজ
  • এদের মধ্যে প্রভু ভক্তি রয়েছে

পার্সিয়ান বিড়াল চেনার উপায়

পার্সিয়ান বিড়াল চেনার উপায় খুবই সহজ। পার্সিয়ান বিড়ালের দাম কত? এটা যেমন পানির মতো সহজ। ঠিক তেমনি ভাবে পার্সন বিড়াল গুলো চেনার উপায়ও একদম সহজ। এরা সবগুলো বিড়ালের থেকে অনেক আলাদা ধরনের একটি বিড়াল। চোখ, কান, নাক এগুলো সব কিছু গোলগাল। নাক গোল। কান ছোট এবং মাথা খুবই ছোট গায়ের লোম অনেক বেশি মোটা ও সুস্বাস্থ্যের অধিকারী এবং বিড়ালের লেজ মোটা ও বিড়ালের দৈর্ঘ্যের সমান সমান প্রায়। ব্লিংক সিলিং ফ্যান দাম

পার্সিয়ান বিড়ালের খাবার

পার্সিয়ান বিড়াল গুলো দেখতে যেমন আলাদা এদের খাবারের ধরনও আলাদা। যদি আপনি সঠিকভাবে এদের পরিচর্যা না করেন তবে এরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। সপ্তাহে অন্তত আপনাকে এক থেকে তিন বারের মত নিয়মিত গোসল করাতে হবে। এরপর এদেরকে ক্যাট ফুড খাওয়াতে হবে। যা বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও এদেরকে আপনি গরুর মাংস, মুরগির মাংস,নরম ভাত, ডিম ইত্যাদি ধরনের খাবারগুলো খাওয়াতে পারেন।

এছাড়া আপনি এদেরকে কাঁটাবিহীন মাছ খাওয়াতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে এদেরকে প্রচুর পরিমাণে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করাতে হবে। এতে করে এদের সুস্বাস্থ্য যেমন বজায় থাকবে। ঠিক তেমনিভাবে সঠিকভাবে বেড়ে উঠবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা এদের মধ্যে বাড়তে থাকবে। আর অবশ্যই তিন মাস পর পর পশু হাসপাতালে গিয়ে এদের একবার করে চেকআপ করে আনিয়ে নেবেন। সাকুরা সিলিং ফ্যান দাম 2023

সাদা বিড়ালের দাম কত

সাদা বিড়াল গুলো অনেকেই পছন্দ করে থাকেন। সাদা বিড়ালের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্যের কারণে সবাই সাদা বিড়াল পছন্দ করে। সাদা বিড়াল লালন পালন করাও যেমন সহজ, তেমনি ভাবে সাদা বিড়াল দেখতে অনেক সুন্দর। অনেকগুলো জাতের সাদা বিড়াল রয়েছে। তাই দেখ কেনার আগে অবশ্যই বিড়ালের গায়ের রং এবং অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। সাধারণত সাদা বিড়ালের দাম পাঁচ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

See also  গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪

কালো বিড়ালের দাম কত

সাদা বিড়ালের মতই কালো বিড়ালের দাম একই রকম পাঁচ থেকে ১০ হাজার টাকা। এর মধ্যেই পাবেন। তবে জাত অনুযায়ী বিড়ালের দাম নির্ধারণ করা হয়। তাই কালো রঙের যে বিড়াল গুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক একটু কম রয়েছে। কারণ কালো বিড়ালের চাহিদা বাংলাদেশে কম তাই এর দামও অনেক কম।

বিদেশি বিড়ালের দাম কত

বিদেশি বিড়ালের দাম কত? এটা লিখে অনেকেই গুগলে সার্চ করেন। বিদেশি বিড়াল বাংলাদেশে অনেকগুলো রয়েছে। তার মধ্যে পার্সিয়ান বিড়ালের দাম কত? এটা অনেকে জানতে চায়। পার্সিয়ান বিড়ালের দাম সাধারণত ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। পার্শিয়ান জাতের বিড়াল গুলো একটু বেশি দামি।

সেই তুলনায় বিদেশি বিড়ালের সবগুলোর দাম যেমন সাইবেরিয়ান যে বিড়াল গুলো রয়েছে সেগুলোর দাম ৫ হাজার টাকা থেকে শুরু করে ১৫ টাকার মধ্যেই পাবেন। এছাড়াও ব্রিটিশ বিড়াল গুলোর দাম ১০ হাজার টাকা থেকে শুরু হয়ে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। নাইজেরিয়ান বিড়াল গুলো বেশ সুন্দর এবং আদুরে হয়ে থাকে।

ওই বিড়াল গুলোর দাম বর্তমানে বাজারে পণ্য থেকে বিশ হাজার টাকার মধ্যে পাবেন। এছাড়াও আরো অনেক জাতের বিড়াল রয়েছে যে বিড়াল গুলোর দাম অ্যাভারেজ ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে কোন কোন ক্ষেত্রে দামি বিড়াল গুলোর দাম প্রায় ২ লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিদেশি বিড়ালের বৈশিষ্ট্য

বিদেশি বিড়ালের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর নিচে আলোচনা করা হচ্ছে,

  • বিদেশি বিড়াল গুলো অনেক কৌতূহলী হয়ে থাকে
  • বিদেশি বিড়াল গুলো দেশি বিড়ালের চেয়ে বেশি মিশুক হয়ে থাকে
  • এই বিড়াল গুলোর গায়ের লোম দেশি বিড়ালের চেয়ে অনেক উন্নত
  • সুন্দর কানগুলো খাড়া খাড়া থাকবে
  • গায়ের রং দেশি বিড়ালের চেয়ে অনেক ডিফারেন্ট
  • স্বাস্থ্য অনেক ভালো থাকবে
  • চোখগুলো দেশি বিড়ালের চেয়ে বড় হবে
See also  আজকের ডলার রেট | today dollar rate bangladesh

কাটাবন বিড়ালের দাম

সাধারণত কাঁটাবন বিড়ালের দাম বাংলাদেশে চার হাজার টাকা থেকে শুরু করে ৩৫ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে এই বিড়াল গুলো অনেক হিংস্র হয়ে থাকে। এবং সম্পূর্ণ বন্য পরিবেশে এগুলো বেড়ে ওঠে। যে কারণে এগুলোকে কাটাবন বলা হয়ে থাকে। এই বিড়াল গুলো একবার পোষ মেনে গেলে আর কোন সমস্যা হয় না।

তখন এরা অনেক শান্ত হয়ে যায় এবং খুব সহজে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। ভালোভাবে প্রশিক্ষণ দিলে এরা অনেক কাজ করে দিবে। এছাড়াও ঘরের পরিবেশ নষ্ট করবে না। তবে একটু হিংস্র থাকবে। নিয়মিত খাবার দিলে এটা দেখতে অনেক সুন্দর হয়। গায়ের চামড়া ফুলে ওঠে এবং লেজ ফুলে ওঠে দেখতে অসাধারণ লাগে।

এই বিড়াল গুলো যদি কিনতে চান সেক্ষেত্রে কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন এই বিড়ালের নখের দিকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি বিড়ালের দাঁত ও বিড়ালের গায়ের রং এবং বিড়ালের বয়স কত এই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তারপরে সব ঠিকঠাক থাকলে আপনি চাইলে এই বিড়ালটি নিতে পারেন।

বিড়ালের মার্কেট

বাংলাদেশে বর্তমানে অনেক বিড়ালের মার্কেট রয়েছে। সেখানে পার্সিয়ান বিড়ালের দাম কত সে সম্পর্কেও জানতে পারবেন। এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা জেলায় রমনা এলাকায় অথবা নিউমার্কেট এলাকায়, ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আপনি বিড়ালের মার্কেট দেখতে পাবেন। সেখানে বিভিন্ন জাতের বিড়াল বিক্রি করা হয়। এবং সেই বিড়াল গুলো সম্পূর্ণ বিদেশী। আর যদি দেশী জাতি বিড়াল চান সেক্ষেত্রে ওই মার্কেটে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন আশা করছি।

শেষ কথা :-

পার্সিয়ান বিড়ালের দাম কত, আশা করছি আপনারা এ বিষয়ে একটি সম্মুখ ধারণা পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোন রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আমি উপরে একটি ভিডিও দিয়ে রেখেছি ওই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটিতে আরও বিস্তারিত ভাবে পার্শিয়ান বিড়াল সম্পর্কে বলা আছে।

আর এই আর্টিকেলটি আমরা সম্পূর্ণ ইন্টারনেটের কি করে বানিয়েছি।তাই আপনার কাছে যদি সমস্ত তথ্যগুলো সন্দেহজনক পছন্দ না হয়। তাহলে এড়িয়ে যেতে পারেন। আর নিয়মিত আমাদের ওয়েবসাইটে এরকম পোস্ট এর আপডেট দেওয়া হয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আচ্ছা থেকে ফলো করে রাখবেন এবং আর্টিকেল পড়তে থাকবেন ধন্যবাদ সবাইকে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *