তিব্বত পমেড এর দাম, আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তিব্বত পমেড এর দাম কত? অনেকেই google এ সার্চ করে থাকেন তিব্বত পমেডের কাজ কি?
আরও পড়ুন:-
এছাড়াও তিব্বত পমেডের উপকারিতা ও অপকারীতা সম্পর্কে জানতে চান। আপনি যদি আজকের এই ছোট্ট আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন। তাহলে আপনার মনে তিব্বত পমেডের সম্পর্কে যত রকম প্রশ্ন ও সন্দেহ রয়েছে! সবকিছু নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে, সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।

শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় আমাদের ত্বক ও দেহের আবহাওয়ার সাথে পরিবর্তিত হয়। যেমন শীতের সময় আমাদের দেহ শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এই শুষ্ক ও রুক্ষ ত্বককে গ্রীষ্মকালের মত সতেজ ও মসৃণ রাখার জন্য আমরা অনেকেই অনেক প্রকার অন্য ব্যবহার করে থাকি। যেমন স্নো, পাউডার, ক্রিম ইত্যাদি কিন্তু আমরা এর সাথে সাথে অনেকেই পমেড ব্যবহার করে থাকি।
তিব্বত পমেড আমাদের দেহে কে মসৃণ রাখার জন্য সাধারণত ব্যবহার করা হয়। এটি একটি বাংলাদেশি পণ্য। গত দুই যুগ থেকে তিব্বত কোম্পানি বাংলাদেশের আস্থার প্রতিদান রেখে আসছে। তিব্বতের অনেক প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে তিব্বত পমেডও আছে। তিব্বত পমেড নিয়মিত ব্যবহার করলে শরীরের ত্বক ও গাল এবং ঠোঁট অনেক সুন্দর ও মসৃণ হয়ে যায়।
পমেড কি
অনেকের মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করে পমেড এর অর্থ কি? কমিটির অর্থ হলো সুগন্ধিযুক্ত মলম বা ক্রিম। এর কাজ সাধারণত ঠোঁট ত্বক ও চুলের জন্য ব্যবহার করা হয়।
তিব্বত পমেড এর দাম
তিব্বত পমেড এর দাম মাত্র ৬০ টাকা। তবে আগে এর দাম ছিল মাত্র ৫০ টাকা। বর্তমানে জিনিসের দাম বেড়ে যাওয়ায় 50 মিলিগ্রাম তিব্বত পমেড এর দাম ৬০ টাকা হয়ে গেছে।
তিব্বত পমেদ প্রতিনিয়ত ব্যবহার করলে আপনার ঠোট গার্ল এবং শরীরের ত্বকের অনেক উন্নতি হবে তিব্বত পমেড সাধারণত ব্যবহার করা হয় রুক্ষ ঠোট কে মসৃণ রাখার জন্য। যারা রুক্ষ ঠোট নিয়ে অনেক চিন্তায় রয়েছেন। কোন কিছু দিয়েই ভালো হচ্ছে না। তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি। আপনি এই তিব্বত ৫০ মিলিগ্রামের একটি পট মাত্র ৬০ টাকা দিয়ে কিনে নিয়ে সাত দিন ব্যবহার করলেই ফলাফল পেতে শুরু করবেন। আপনার ঠোট আগে থেকে উসৃণ হয়ে যাবে এবং গোলাপি রঙের হয়ে যাবে।</p>
তিব্বত পমেড এর কাজ
বাংলাদেশী এই তিব্বত পমেড এর কাজ মূলত ঠোঁটফাটা, রুক্ষ ঠোঁট, এলার্জি, মুখের দাগ এছাড়াও শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই সমস্ত সমস্যা দূর করার জন্যই তিব্বত পমেড ব্যবহার করা হয়।

অনেকেই অনেক প্রকার প্রোডাক্ট বা পণ্য ব্যবহার করে থাকেন। ঠোঁটফাটা দূর করা, পা ফাটা দূর করা, মুখের কালো দাগ দূর করার জন্য অনেক প্রকারের পণ্য ব্যবহার করে থাকেন। কিন্তু কোনটাতেই কোন কাজে আসে না। তাহলে আমি আপনাকে বলব, আপনি নির্দ্বিধায় তিব্বত পমেড ব্যবহার করতে পারেন। ব্যবহারের পর মাত্র সাত দিনের মধ্যে যদি আপনার খসখসে ওঠা ত্বক যদি ভালো না হয়! তাহলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। মাত্র ৬০ টাকা দিয়ে কিনে আপনি আপনার সমস্যা দূর করতে পারেন।
তিব্বত পমেড এর উপকারিতা
তিব্বত কমিটির উপকারিতা বলতে গেলে শেষ হবে না। তবে মেজর কিছু উপকারিতা রয়েছে। যেগুলোর না বললেই নয়। যেমন নিয়মিত আপনি যদি তিব্বত পমেড ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ঠোঁটফাটা রুক্ষ, ঠোঁট এলার্জিজনিত সমস্যা, মুখের দাগ এছাড়াও শুষ্ক ত্বকের জন্য পা ফাটা, পায়ের গোড়ালি ফাটা, হাঁটুতে ফেটে যাওয়া, হাতের কনুই ফেটে যাওয়া ইত্যাদি নানা কাজে ব্যবহার করা হয়ে থাকে।
সাধারণত তিব্বত পমেড ব্যবহারে অনেক ভালো উপকার পাওয়া যায়। বাংলাদেশি এই তিব্বত পমেড ব্যবহার করে। তিব্বত কোম্পানি গত দুই দশক থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। এবং দেশের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে সবার কাছে। ১৯ দশকের ছেলেমেয়েরা এই পণ্যের সাথে অনেক ভালোভাবেই পরিচিত। শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক না কেন তিব্বত পমেড সব সময়ই ব্যবহার করা যায়।
তিব্বত পমেড এর অপকারিতা
সব জিনিসই একটি ভালো দিকের সাথে সাথে খারাপ দিক রয়েছে। ঠিক তেমনি ভাবে তিব্বত পমেড এর অপকারিতাও রয়েছে। কারণ তিব্বত অনেক একটি কসমেটিক্স। এর মধ্যে অনেক রাসায়নিক দ্রব্য মিশ্রিত করা হয়। যার ফলে অনেক সময় আমাদের ত্বকে এ সমস্ত ক্ষতিকারক কেমিক্যাল গুলো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই নকল হতে সাবধান। তিব্বতের অনেক নকল প্রোডাক্ট রয়েছে।
যেগুলোর কারণে তিব্বতের আসল ব্র্যান্ড ভ্যালু কমে গেছে। আসল জিনিসের মধ্যে যেরকম যত্ন সহকারে সবার জন্য product বা পণ্য বানানো হয়। নকল প্রোডাক্ট তেমনভাবে বানানো হয় না। তাই নকল প্রোডাক্ট ব্যবহারের ফলে উপকার হওয়ার বদলে অপকার হয়ে যায়। এর ফলে কোম্পানির লস হয়। তাই নকল হতে সাবধান এবং আসল প্রোডাক্ট কেনার জন্য আপনি আপনার বিশ্বস্ত দোকানে গিয়ে তিব্বত পমেড কিনে নিতে পারেন।
তিব্বত পমেড মুখে দিলে কি হয়?
তিব্বত পমেড মুখে দিলে মুখের যত দাগ রয়েছে এছাড়াও ব্রণ, মেছতা যদি ইত্যাদি যদি আপনার মুখে হয়ে থাকে! তাহলে তিব্বত পমেড নিয়মিত ব্যবহার করুন। মাত্র ৭ দিনেই ফলাফল পেয়ে যাবেন। আপনার ত্বকের মসৃণতা ফিরে আসবে। আপনার মুখের যত দাগ রয়েছে সমস্ত দাগ উঠে যাবে। এর পাশাপাশি মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তবে বেশি পরিমাণে ব্যবহার না করে।
সামান্য পরিমাণ ব্যবহার করার চেষ্টা করুন। কারণ এর মধ্যে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ত্বকের উপকারের বদলে অপকার হয়ে যাবে। তাই ব্যবহার করার সময় অবশ্যই এ কথা মনে রেখেই ব্যবহার করতে হবে।
তিব্বত পমেট কোথায় পাবেন?
তিব্বত পমেট সাধারণত যেকোনো দোকানে গেলেই মাত্র ৬০ টাকার মধ্যেই আপনি 50 মিলিগ্রামের একটি ছোট্ট পট পাবেন। তিব্বত পমেট সম্পূর্ণ কাঁচের বোতলে সংরক্ষণ করা হয়ে থাকে। তাই কাছের বোতল ছাড়া অন্য কোন বোতলে যদি পমেট বিক্রি করে থাকে তাহলে সেই পণ্য নিবেন না।
আর যদি আপনি অনলাইন থেকে অর্ডার করতে চান সেটিও করতে পারবেন। অনলাইনে তিব্বত পমেট বিক্রি করে এমন অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি একটু ঘাঁটাঘাটি করে খুঁজে নিলেই খুব সহজেই পেতে পারেন।
তিব্বত পোমেড কিসের জন্য ব্যবহৃত হয়?
তিব্বত পমেট সাধারণত হানডেট পারসেন বিশুদ্ধ পেট্রোলিয়াম জেলি। এটা ব্যবহারের ফলে আপনার রুক্ষ ঠোঁট, রুক্ষ চুল, রুক্ষ ত্বক, অ্যালার্জিজনিত সমস্যা, মুখের দাগ ইত্যাদি দূর করার কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও নিয়মিত পমেট ব্যবহারের ফলে তা হয়ে উঠে মসৃণ ও সুন্দর।
তিব্বত পমেট চুলের সমস্যা জনিত কারণে ও ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনার চুল রুক্ষ এবং অনেক চুল পড়ে সেক্ষেত্রে আপনি তিব্বত পমেড ব্যবহার করতে পারেন। যেহেতু এটি হানড্রেড পার্সেন্ট পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি করা। তাই এর মাধ্যমে আপনার চুলের পিএইচ মান বাড়িয়ে দেয়। এর ফলে আপনার চুল হয়ে ওঠে মসৃণ ও শক্ত।
লেখক এর শেষ কথা:-
তিব্বত পমেড এর দাম, সে সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছেন। এছাড়াও আমি আজকের এই ছোট্ট আর্টিকেলের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি, তিব্বত পমেটের এর কাজ, কিসের জন্য ব্যবহার করা হয়? উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। এরপরেও যদি আপনাদের কোন সমস্যা বা বুঝতে অসুবিধা হয়! তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আমরা এই সমস্ত তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করেছি। তাই আমরা যতদূর পেরেছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আমাদের পোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিয়মিত আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন। দেখা হবে নতুন কোন আর্টিকেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।