গিরিবাজ কবুতরের দাম, আসসালামু আলাইকুম, প্রিয় পাঠিকা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি কবুতরের দাম সম্পর্কে আলোচনা করব। অনেকেই গুগলে সার্চ করেন কবুতরের দাম সম্পর্কে। বাংলাদেশে কবুতরের বাজার কেমন? কোথায় পাবেন এবং কবুতরের যত্ন সম্পর্কে ও লালন পালন সম্পর্কে জানতে চান। আজকের এই ছোট্ট আর্টিকেলের মধ্যে সবকিছু আলোচনা করা হবে। ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের আর্টিকেলটি পড়লে, অনেক কিছু জানতে পারবেন বলে আমি মনে করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলটি শুরু করা যাক। ফ্রি ডিসের দাম কত

কবুতর হচ্ছে অনেক শখের একটি প্রাণী। কবুতর সবাই লালন-পালন করে শখের বসে। আজকের আর্টিকেলের মধ্যে গিরিবাজ কবুতরের দাম সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়াও বিভিন্ন জাতের কবুতরের দাম কত ও বাজার সম্পর্কে আলোচনা করা হবে। কবুতরের যত্ন ও লালন-পালন সহ তোরে খাবারের দাম কেমন? সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক।
আরও পড়ুন:-
গিরিবাজ কবুতরের দাম
কবুতরের জাতের মধ্যে গিরিবাজ হচ্ছে সবচেয়ে ভালো ও উন্নত মানের একটি জাতির কবুতর। গিরিবাজ সাধারণত অনেক উপরে উঠতে পারে ও উড়তে পারে। এরা খুবই দ্রুত ও চালাক প্রকৃতির হয়ে থাকে। গিরিবাজের দাম জোড়া 600 থেকে 700 টাকা এবং গিরিবাজ কবুতরের বাচ্চার দাম সাড়ে তিনশ টাকা থেকে শুরু করে সাড়ে চারশ টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু রেস খেলায় এমন জাতের গিরিবাজ এর দাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
কিং কবুতরের দাম
কিং কবুতরের দাম অরিজিনাল একজোড়া রানিং কবুতরের বাচ্চার দাম চার হাজার টাকা থেকে ৫ হাজার টাকা। লাল কিং কবুতরের দাম প্রতি জোড়া বিক্রি হয় ৭ হাজার থেকে আট হাজার টাকা। কিং কবুতরের দাম অনেক বেশি হওয়ার কারণে এই কবুতরের চাহিদা একটু কম। তবে তুলনামূলকভাবে এর পালন ও প্রজনন ক্ষমতা সবকিছুই অনেক বেশি রয়েছে। এর জন্যই মানুষ এই কবুতরটি অনেক বেশি কেনাবেচা করে।
সিরাজি কবুতরের দাম
সিরাজি কবুতরের দাম প্রতি জোড়া 1500 থেকে 3000 টাকায় বিক্রি করা হয়। তবে যদি সিরাজী কবুতর প্রাপ্তবয়স্ক না হয় তবে এর দাম তুলনামূলক একটু কম হয়। এবং সিরাজি কবুতর এর বাচ্চার দাম ৬০০ থেকে ৭০০ টাকায় পাওয়া যায়।
লক্ষা কবুতরের দাম কত?
কবুতরের জাতের মধ্যে লক্ষা কবুতর অনেক বেশি পরিমানে পাওয়া যায়। লক্ষা কবুতরের জোড়া সর্বনিম্ন পনেরশো টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকার মধ্যে পাবেন। লক্ষা যাতের কবুতরগুলো খুব একটা উড়তে পারে না। এটা খুবই শান্ত প্রকৃতির ও আদুরে হয়ে থাকে। প্রজনন ক্ষমতা অনেক ভালো। যখন একবার ডিম পাড়া শুরু করবে তখন ডিম পারতে থাকবে। নিয়মিত ভিটামিন ও পুষ্টিকর খাবার না খাওয়ালে এদের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসব দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
লাল চুল্লি কবুতরের দাম?
লাল চুল্লি কবুতর এর জোড়া রানিং যেগুলো রয়েছে সেই রানিং জোড়ার দাম পনেরশো টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে পাবেন। এবং বাচ্চা যেগুলো রয়েছে সেগুলোর দাম ৭০০ টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন।
লাল চুল্লি কবুতর অনেক দ্রুত স্বভাবের। এরা খুব ভালো ডিম পারে এবং প্রজনন ক্ষমতা ভালো। রোগ কম হয় ও বাসায় চাইলে ছেড়ে দিয়েও লালন পালন করা যায়। নির্ভয়ে পোষ মানাতে পারলে এরা খাঁচার বাইরেও আরামে থাকতে পারে।
জালালি কবুতরের দাম?
জালালী কবুতরগুলো সাধারণত আমাদের দেশি কবুতর এই দেশী। কবুতরগুলো অনেক আদুরে ও প্রেমী স্বভাবের হয়ে থাকে। এই কবুতরগুলো জোড়া ছাড়া কখনোই বাঁচতে পারে না। এই কবুতরগুলো সব সময় জোড়ার সাথেই থাকে। জালালী কবুতরের দাম রানিং জোড়া ৮০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত দাম বাজারে উঠে থাকে।
ময়ূর কবুতরের দাম
ময়ূর কবুতরের দাম জোড়া 2000 টাকা করে। ডিম ও বাচ্চা এর দাম ৬০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রজনন ক্ষমতা অনেক ভালো। প্রতিদিন একটি করে ডিম পাড়ে। ভালো করে লালন পালন করতে পারলে লাভবান হওয়া যায়। খাচায় এদেরকে লালন পালন করতে হয়। ওষুধও অন্যান্য সব খরচ সহ এদেরকে লালন পালন করতে গেলে ১৪ হাজার টাকা প্রতি বছরে খরচ হতে পারে। এবং এর থেকে আয় করতে পারবেন প্রায় ৫০ হাজার টাকার বেশি।
ফ্রিলব্যাক কবুতরের দাম
বিদেশি কবুতরের মধ্যে ফ্রিলব্যাক অনেক ভালো জাতের একটি কবুতর। ফ্রিলব্যাক এর রানিং জোড়ার দাম ৬০০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং বাচ্চার দাম দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। অনেক উন্নত জাতের এই ফ্রিলব্যাক কবুতরের সর্বোচ্চ দাম দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ম্যাগপাই কবুতরের দাম
ম্যাগপাই কবুতরের দাম প্রতি জোড়া ১৮০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। ম্যাগপাই কবুতরগুলো বেশ উন্নত জাতের এবং এদেরকে খাচা ছাড়াও লালন পালন করা যায়। ভালোভাবে এদেরকে পরিচর্যা করলে অনেক লাভবান হওয়া যায়। এছাড়াও খাবারদাবার ও প্রজনন ক্ষমতা নিয়ে বাচ্চা প্রদানে এদের কোন সমস্যা হয় না।
যদি একবার কোন ভাইরাস আক্রমণ করে তাহলে পুরো যতগুলো কবুতর থাকবে সবগুলোকে ধ্বংস করে দিবে। তাই এদেরকে সঠিক ভাবে লালন পালন করতে না পারলে ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে।
দেশি কবুতরের দাম কত
দেশি কবুতরের দাম ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে সাধারণত হয়ে থাকে। তবে বয়স ও কবুতরের স্বাস্থ্য অনুযায়ী এই দামের তারতম্য ঘটতে পারে। অনেক সময় দেশি কবুতর যেমন গোল্লা কবুতরের জোড়া 850 টাকা থেকে শুরু হয়ে থাকে। বাচ্চার দাম প্রায় 500 টাকা থেকে শুরু হয়ে থাকে। তাই একুরেট ভাবে বলা যায় না যে দাম কেমন হবে। স্থান ভেদে বাজার ভেদে এই দামের তারতম্য হয়ে থাকে।
টেডি কবুতরের দাম
টেডি কবুতরের দাম বর্তমানে বাংলাদেশে প্রতি জোড়া রানিং বারো হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে। কবুতর জগতের সবচেয়ে বেশি দামি কবুতর হল এই টেডি কবুতর। টেডি কবুতর লালন পালন করা অনেক কষ্টসাধ্য একটি বিষয়। কিন্তু এর প্রজনন ক্ষমতা থেকে শুরু করে ডিম ও বাচ্চা প্রতিপালন করা বেশ সহজ কাজ এবং লাভবান। এই কবুতরগুলো খাঁচায় পড়ে লালন পালন করা ছাড়াও আপনি ছেড়ে দিয়ে মুক্তভাবে লালন পালন করতে পারবেন।
রেসার কবুতর দাম
রেসার কবুতরের দাম বর্তমানে বাংলাদেশে একটু বেশি হয়ে গেছে। প্রতি জোড়া রানিং এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দাম রয়েছে। এই কবুতরগুলো মিডিয়াম লেভেলে ওড়াউড়ি করতে পারে। এছাড়াও এই কবুতরগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারলে কবুতরগুলো অযত্নেই মারা যায়। তাই খুব সতর্কতার সহিত এই কবুতর লালন পালন করতে হয়।
মিলি রেসার কবুতরের দাম
মিলি রেসার কবুতরের দাম তিন হাজার টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত রয়েছে। যা বর্তমানে একই রয়েছে। এছাড়াও গিরিচাল নর কবুতর জোড়া বিক্রি হচ্ছে ১৬০০ টাকা। জিরা মাদ্রাসি মালী রেসার কবুতরের দাম জোড়া আট হাজার টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সাদা রেসার কবুতরগুলো প্রতি জোড়া রানিং বিক্রি হচ্ছে ২৫০০ টাকা করে।
কবুতরের বাচ্চার দাম ২০২৩
কবুতরের বাচ্চার দাম কবুতরের জাতের উপর নির্ভর করে। যেমন গিরিবাজ কবুতরের বাচ্চার দাম ৬০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা। এরপর লক্ষা কবুতরের বাচ্চার দাম ৩৫০ টাকা থেকে সাড়ে পাঁচশ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও কবুতরের আরও বিভিন্ন জাতের বাচ্চা গুলোর দাম প্রায় একই রয়েছে।
তবে আপনি যদি একদমই জেনে না থাকেন কবুতরের বাচ্চার দাম কত টাকা তাহলে গিরিবাজ কবুতরের দাম এটা আগে উপরে জেনে নিয়ে আসেন। উপরে পেরায় আমি এ সম্বন্ধে বলে রেখেছি। তারপর কবুতরের বাচ্চার দাম নিচে দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন।
শেষ কথা:-
গিরিবাজ কবুতরের দাম, সহ সমস্ত কবুতরের দাম সম্পর্কে আশা করছি আপনাদের একটি ভাল রকমের ধারণা হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
কারণ আপনার কমেন্টের ভিত্তিতেই আমরা অনেক মোটিভেট হয়ে থাকি এবং নতুন নতুন উপকারী পোস্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তাই আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন এবং নিয়মিত আমাদের নতুন নতুন আর্টিকেল গুলো পড়বেন ধন্যবাদ সবাইকে।